,

বসতঘর, মিটার, মেশিন ভাংচুরবানিয়াচংয়ে ধান মরাইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা  কাগাপাশা ইউনিয়নের পল্লীতে ধান মারাইকে কেন্দ্র করে  সংঘর্ষে  মাহমুদুল হাসান (১৪) এবং ইজাজুল ইসলাম (৪০) নামে ২ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায়  কাগাপাশা ইউনিয়নের ধনপুর গ্রামের ইজাজুল ইসলাম এবং আমিনুল ইসলামের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়রা  জানান, ধনপুর গ্রামে ইজাজুল, আমিনুল গংদের একটি ধান মারাই মেশিন রয়েছে যা দিয়ে ধনপুর গ্রামের সবার ধান মারাই করানো হয়। গত সপ্তাহে মঙ্গলবার ইজাজুল ইসলামের ধান ভাংতে যান মারাই মেশিনসহ শ্রমিকরা অর্ধেক ধান ভাংগানোর পর শ্রমিকরা ধান না ভাংগানোর জন্য ইজাজুলকে বললে তিনি রাজি হয়ে পরেরদিন ধান মারাই করার জন্য বলেন। এ দিন রাতেই মেশিন অন্য জায়গায় নিয়ে ধান মারাই শুরু করে শ্রমিকরা। পরের দিন ধান মারাই করার জন্য শ্রমিকদেরকে বললে দেই দিচ্ছি বলে তাল বাহানা শুরু করে। এক পর্যায়ে পহেলা রমজান শুক্রবার ইজাজুলের ধান মারাই করার জন্য মেশিন নিয়ে আসলে মারাই কল বিনষ্ট হয়ে যায়। সাথে সাথে শ্রমিকরা স্তানীয় মিলন বাজার মেরামত করার জন্য নেওয়া হয়। মেরামত করার পর শ্রমিকরা মারাই মেশিন না এনে আবার তাল বাহানা শুরু করেন। মেরামতের ৫ দিন পর আজ গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বাড়িতে নিয়ে আসলে একি গ্রামের ইউনুছ মিয়ার ধান মারাই করতে বললে ইজাজুল ইসলাম বাদাঁ দিলে ইউনুছ মিয়ার ছেলেদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে আমিনুল ইসলাম ইউনুছ মিয়ার পক্ষ নিয়ে ইজাজুলকে  দেখে নেওয়ার হুমকি দামকি শুরু করলে এক পর্যায়ে ইজাজুল ও আমিনুলের মধ্যে হাতা হাতি শুরু হলে  আমিনুলের ছেলে পাশে থাকা কারেন্টের পিলার এবং টানা তারের উপরে পরে যায়। পরে মাহমুদুলের কপাল ও মাথা পেটে আহত হয়। আহত মাহমুদুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং ইজাজুল ইসলাম আহত হয়েছেন তিনিকে স্থানীয় ভাবে চিকিৎসা করানো হয়েছে। পরে মাহমুদুলের পিতা আমিনুল, সিরাজুল ইসলাম গংরা ইজাজুলের বসত ঘরের জানালা, পাওয়ার টিলার এবং পল্লী বিদ্যুতের একটি মিটার ভেংগে পেলেন। এ ব্যাপারে ইজাজুল ইসলাম এবং আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে উভয়ের মোবাইল বন্দ থাকার কারণে এ বিষয়ে কিছু জানা যায়নি ।


     এই বিভাগের আরো খবর