,

ইনাতগঞ্জে টমটম শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ১৫

আহমদ আবুল কালাম ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ স্ট্যান্ডের টমটম শ্রমিক ও জগন্নাথপুর উপজেলার পইলগাঁও ইউপির গুতগাঁও টমটম শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাইদুল (৩৫), মামুন (২২), হাফিজ (২৫),কে জগন্নাথপুর ফেরুয়া হাসপাতালে ও আহত শাহিন (৩০) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল ২ টায় ইনাতগঞ্জ স্ট্যান্ডের টমটম শ্রমিক শাহিন ও সাইদুল আলীপুর থেকে চাউলের রিজার্ভ টিভ নিয়ে গুতগাঁও গ্রামে পইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়ার বাড়ীতে যায় সরকারি চাল আনতে। চাল নিয়ে আসার সময় গুতগাঁও স্ট্যান্ডের টমটম শ্রমিক নজমুল, তজমুল এর সাথে বাকবিতন্ডা শুরু হলে উপস্থিত চেয়ারম্যান মখলিছ মিয়া বিষয়টি সমাধান করে দেন। এ ঘটনার জের উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  এ ঘটনায় জগন্নাথপুর থানায় আলীগঞ্জ সিএনজি শ্রমিক সভাপতি ফয়জুর রাহমান শাহীন বাদী হয়ে গুতগাঁও গ্রামের লালা মিয়ার ছেলে নজমুল হক এর নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর