,

জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মাটির কাজে ১ম হয়েছে শৈলী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ এবার জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে হবিগঞ্জের পারমিনা আরশাদ শৈলী। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে গত ১২ মে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শৈলী গ বিভাগে মাটির কাজে প্রতিদ্বন্দ্বিতা করে ১ম হবার গৌরব অর্জন করে। গত ১৫ মে প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আবদুল হামিদ ও বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ইতোমধ্যেই পারমিনা আরশাদ শৈলী চিত্রাংকনসহ বিভিন্ন বিষয়ে ৬টি জাতীয় পুরষ্কার পেয়েছে। তার ধারাবাহিক কৃতিত্বে গর্বিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ। তারা শৈলীর অসাধারণ কৃতিত্বে উচ্ছাস প্রকাশ করেন এবং এগিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ ব্যাপারে শৈলীর সাথে কথা বললে সে তার শিক্ষকবৃন্দ, অভিভাবককে ধন্যবাদ জানায়। সে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষক তরুণ রায়ের প্রতি। তরুণ রায়ের নিবিড় তত্ত্বাবধানই তাকে অনুপ্রাণিত করেছে বলে সে জানায়। শৈলী পড়াশোনার পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, বইপড়াতে আগ্রহী। শৈলী একজন ভাল মানুষ হিসেবে গড়ে ওঠতে চায় এবং ভবিষ্যতে চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতেই তার আগ্রহ। এজন্য সবার কাছে শুভকামনা প্রত্যাশা করেছে সে। শহরের মোহনপুর আবাসিক এলাকার বাসিন্দা গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোঃ আরশাদুজ্জামান ও সংস্কৃতি কর্মী আছমা খানম হ্যাপীর কন্যা পারমিনা আরশাদ শৈলী বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। তার বড় ভাই সৌভিক আহমেদ একজন সিভিল ইঞ্জিনিয়ার।


     এই বিভাগের আরো খবর