,

এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে পথচারিদের জন্য ইফতার

সংবদাদাতা ॥ রমজানের শুরু থেকে টেবিলে সাজানো ইফতারের পসরা দেখে রাজধানীর পাস্থপথ হয়ে যাতায়াতকারী পথচারীদের কাছে ব্যাপারটা একটু খটকাই লাগলো। এটা কি ইফতারি বিক্রির দোকান মনে এমন প্রশ্ন ছিলো মাগরিবের আযান পরার পর থেকে বিনামূল্যে এখান থেকে ইফতারি গ্রহণ করে প্রত্যক্ষ করলেন এই আয়োজনের মাজেজা। রোজাদার পথচারিদের মধ্যে ইফতার বিতরণের ব্যতিক্রম আয়োজন করেছে এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি রাজধানির পান্থপথে তাদের অফিসের সামনে রাস্তার পাশে প্রতিদিন বিনামূল্যে পথচারিদেরকে ইফতার করাচ্ছে। ‘পথচারীদের জন্য ইফতার সেবা’ ব্যানার নিয়ে প্রতিদিন শ্রমজীবি ও পথচারিদেও জন্য বিনামূল্যে রোজাদারদের হাতে তুলে দিচ্ছে ইফতার।  মাগরিবের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রীতিমতো ভিড় জমে যায়। পান্থপথ সড়কে চলাচলকারী পথচারীরা এখান থেকে বিনামূল্য ইফতার সংগ্রহ করছেন। ইফতার সেবায় নিয়োজিত তরুণ-তরুণীরাও বেশ আন্তরিকতায় সবার হাতে তুলে দিচ্ছেন ইফতার। পানি, খেজুর, পেয়াজু, বেগুনি, চপ, মুড়ি, জিলাপিসহ বেশ কয়েকটি আইটেম রয়েছে ইফতারে। পথচারিরাও অনেক খুশী হয়ে পথযাত্রায় এই ইফতার গ্রহণ করছেন। সাধুবাদ জানাচ্ছেন আয়োজকদেরকে। বিশেষত যারা শ্রমজীবি মানুষ তাদের জন্য বিনামূল্যের এমন ইফতার আয়োজন রমজানের বাড়তি পাওনার মতোই আনন্দের। এ প্রসঙ্গে এসইএল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, রোজা রেখে পান্থপথদিয়ে যাতায়ত কারী রোজাদারগন যদি যানজটের কারণে বা চলার পথে ইফতারের সময় হয়ে গেলে আমাদের অফিসের সামনে অবস্থান করেন, এ সময়ে হাতের কাছে ইফতারের ব্যবস্থা হয়তোবা থাকে না। এতে করে পরিবহনে অবস্থানকারি অথবা পথচারি রোজাদারের ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করতে কষ্ট হয়। এমন পথচারি রোজাদারদের সেবা প্রদানের কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমাদের কাছ থেকে একজন রোজাদার পথচারি তার প্রয়োজনীয় ইফতার টুকু গ্রহন করতে পারেন। এ আয়োজন সম্পর্কে ইবনুল রানা আরো বলেন, প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ২/৩ শত মানুষের ইফতার খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। অন্য কোথাও এ ধরনের ব্যবস্থা রয়েছে কি না জানা নাই। তবে আমরা শুরু করলাম। আমাদের নিজস্ব বাবুর্চি দিয়ে রান্না করা সবজি খিচুরী, আলুচপ, খেজুর, মুড়ি, ছোলা, জিলাপি ইফতার মেন্যুতে দেয়ার চেস্টা করছি। তিনি জানান, দি স্টাকচারাল ইঞ্জিনিয়ার্স এর নিজস্ব অনুদানে পরিচালিত এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন নিজেদের অর্থায়নেই এ ধরনের উদ্যোগ পরিচালিত হয়ে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, পথচারিদের জন্য ব্যতিক্রমী এই ইফতারির আয়োজনের পথচারিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সকল শ্রেনির বিত্তবানরা যদি নিজ নিজ কমিউনিটিতে এ ধরনের উদ্যোগ গ্রহন করেন তা হলে শুধু পথচারিদের ইফতারি নয় সকল ক্ষুধার্ত মানুষের আহারের সংস্থান করারও সম্ভব।


     এই বিভাগের আরো খবর