,

নবীগঞ্জে এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারী আটক

উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ ॥ পুলিশ বাদী হয়ে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক মহিলার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় দুই ছিনতাইকারীকে আটক করছে জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ওই উপজেলার আউশকান্দি বাজার সংলগ্ন মহাসড়কে। সুত্রে জানা যায়, গতকাল ওই উপজেলার আউশকান্দি রূপালী ব্যাংক থেকে ১ লক্ষ টাকা উত্তোলন করে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দেবপাড়া ইউনিয়নের আলী হোসেনেরে স্ত্রী শিল্পী বেগম (২৩) নামের এক মহিলা। তিনি সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জে.আই.সি স্যুট লিঃ গার্মেন্টসের সামনে আসা মাত্র তার পেছন দিক থেকে মোটর সাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী ওই সিএনজি গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা সিএনজিটি থামিয়ে অস্ত্রের মুখে শিল্পী বেগমকে জিম্মি  করে তার কাছ থেকে ব্যাগ ভর্তি এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় মহিলার চিৎকার শুনে স্থানীয় আউশকান্দি স্ট্যান্ডের এক কার চালক আরো কিছু লোককে সাথে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে  প্রায় পাচঁ কিলামিটার দুরে পারকুল বিদ্যুৎ প্লান্ট এলাকায় গিয়ে এবং স্থানীয়দের সহযোগিতায় একটি মোটর সাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করেন। এ সময় অপর ছিনতাইকারী পালিয়ে যায় বলে জানা গেছে। পরে আটককৃত ছিনতাইকারীদের জনতা উত্তম মধ্যম দিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানার এসআই পলাশ চন্দ্র দাশ একদল পুলিশ নিয়ে তাদেরকে থানায় নিয়ে আসেন। ধৃত দুই ছিনতাইকারী সিলেট জেলার দক্ষিন সুরমা থানার মৃত রফিক মিয়ার পুত্র আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের গডফাদার নাসির উদ্দিন (২৫) ও গোলাপগঞ্জ থানার শ্রীঘর গ্রামের আলতাব আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২৭)। পরে তাদেরকে পুলিশ হেফাজতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পুলিশ প্রহৃরায় চিকিৎসা দেয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন ওই ২ ছিনতাইকারী শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে গোপলার বাজার ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর