,

ডাউন মেমোরি লেন টিউবিট টু হেমন্ত কুমার স্মরণ সন্ধ্যায় লন্ডন মাতিয়ে গেলেন সৌম্যেন অধিকারী

মতিয়ার চৌধুরী লন্ডন থেকে ॥ ‘‘তুম পোকার লো তোমারা ইন্তেজার হ্যায়’’,  ‘‘ইয়াদ কিয়া দিল নে কাহা হু তোম’’, ‘‘নিঝুম সন্ধ্যায় পান্ত পাখিরা’’ ‘‘নদীরে একটি কথা শুধাই শুধু’’, ‘‘আমি দূর হতে তোমারেই দেখেছি’’ হিন্দি এবং বাংলায় দু‘ঘণ্ঠাব্যাপী  অসংখ্য পূরানো দিনের গান গেয়ে  লন্ডন মাতিয়ে গেলেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পি সৌম্যেন অধিকারী। গত ২৩ শে মে বুধবার সন্ধ্যায় লন্ডনস্থ ইন্ডিয়ান হাইকমিশন আয়োজিত ‘‘ডাউন মেমোরি লেন টিউবিট টু হেমন্ত কুমার স্মরণে লন্ডনস্থ ইন্ডিয়ান হাইকমিশন আয়োজন করে একক সঙ্গীতানুষ্টানের। আর এতে আমন্ত্রন জানানো হয় হেমন্ত মুখোপাধ্যায়ের শিশ্য সৌম্যেন অধিকারীকে তিনি এক নাগারে দু‘ঘণ্ঠা  হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ২৫টি হিন্দি ও বাংলা গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। সঙ্গীত সন্ধ্যা  উপভোগ করতে বৃটেনের বিভিন্œ প্রান্ত থেকে সকল বয়সের পুরুষ মহিলা সমবেত হন সেন্ট্রেল লন্ডনের নেহেরু সেন্টারে। সৌম্যেন অধিকারী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বাংলা এবং হিন্দি ২৫টি পূরানো দিনের গান পরিবেশন করেন। সঙ্গীত সন্ধ্যাটির উপস্থাপনায় ছিলেন সাহিত্যা পাল, তবলায় ছিলেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়।


     এই বিভাগের আরো খবর