,

আজমীরিগঞ্জে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ আজমীরিগঞ্জে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং মা মনি এইচএসএস প্রকল্পের সহায়তায়  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “কমাতে হলে মাতৃ মৃত্যুর হার, মিডওয়াইফারী পাশে থাকা একান্ত দরকার”। র‌্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশের সভাপতিত্ত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দাল মিয়া চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিউলী আক্তার, উপজেলা ফেসিলিটেটর হারুন অর রশিদ, এইচআইএস কো-অর্ডিনেটর রফিকুজ্জামান, স্টাফ নার্স জো¯œা রাণী, নিলুফা ইয়াসমিন প্রমুখ। সভায় জানানো হয় যে, বিগত ১ বছরে আজমীরিগঞ্জ উপজেলায় মোট ৭ জন মা গর্ভজনিত বিভিন্ন জটিলতার কারণে মারা যায়। এই ৭ জন মায়ের মৃত্যুতদন্ত করতে গিয়ে জানা যায় যে, পারিবারিক সিদ্ধান্ত এবং সময়মত সেবা কেন্দ্রে না পৌছানোর কারণেই মারা যান। তাই মাতৃমৃত্যু হৃাস করতে হলে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।


     এই বিভাগের আরো খবর