,

মাতৃমৃত্যু কারণ নির্ধারনে মা-মনি এইচএসএসসি প্রকল্পের মনিটরিং

বানিয়াচং প্রতিনিধি ॥ মাতৃমৃত্যুর কারন নির্ধারনে বানিয়াচংয়ে মা-মনি এইচএসএসসি প্রকল্প মনিটরিং করেছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত বানিয়াচং সদরের জাতুকর্নপাড়া, দোয়াখানী ও পাড়াগাও গ্রামে ওই প্রকল্পের তত্বাবধানে যে সকল মা সন্তান জন্ম দিতে মারা গেছেন তাদের কী কারণে মৃত্যু হয়েছে তার কারণ অনুসন্ধান করতে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাদী মোঃ শাহ পরান, ডা. সুুবিমল চন্দ্র, এমওএমসিএইচ বাবুল চন্দ্র দেব, ইউএফপিও ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রুপক মোদক, মা মনির ফিল্ড সাপোর্ট অফিসার এইচএসসি  প্রকল্প শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ জোবায়ের জসিম, পরিবার কল্যাণ সহকারী শিপ্রা পাল প্রমুখ। এ সময় জন্মের সময় বেঁচে যাওয়া বাচ্চারা কেমন কী অবস্থায় এবং কার অধীনে লালন-পালন হচ্ছে তার সার্বিক খোঁজ খবর নেওয়া হয়। উল্লেখ্য বানিয়াচং সদর জাতুকর্নপাড়া গ্রামের আকল মিয়ার স্ত্রী গত ২৭ জুন ২০১৭ খ্রিষ্টাব্দ বাড়ীতে অদক্ষ দাই দ্বারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। একই কারনে দোয়াখানী গ্রামের গোঞ্জাহার বিবি (২৩) মারা যান। পাড়া গাও গ্রামের সাদ্দাম মিয়ার স্ত্রী শাপলা আক্তার (২১) সন্তান জন্মের সময় মারা যান।


     এই বিভাগের আরো খবর