,

সুশান্ত’র শাস্তির দাবিতে শিক্ষার্থী ও হিন্দু যুব সমাজের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পরিচয়ধারী সুশান্ত দাশের শাস্তির দাবিতে মানবন্ধন করেছেন শিক্ষার্থী ও হিন্দু যুবসমাজ। বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
হবিগঞ্জ জেলা স্টুডেন্ট ইউনিট ও হিন্দু যুবসমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে পালন করা হয় অবস্থান কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, সুশান্ত দাশ সুতাংয়ের নিরীহ সুখিয়া রবিদাসের টাকা আত্মসাত এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্যের পরিচয় দিয়ে দেশ-বিদেশের বাঙালিদের কাছ থেকে অর্থকড়ি আত্মসাত করে আসছে। তারা আরো বলেন, নিহত সুখিয়া রবিদাশের পরিবারকে সাহায্যের নামে দেশ-বিদেশ থেকে চাঁদা তুলে সে আত্মসাত করেছে। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে এই অপকর্মের হোতা এবং তার সহযোগীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা। বক্তারা আরো বলেন, সুশান্ত দাশগুপ্ত হবিগঞ্জের রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু করেছে। সুনারু গ্রামে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়িবহরে হামলা করার পর বিভিন্ন মামলা হলেও তাকে গ্রেফতার না করে কোনো অদৃশ্য শক্তির মদদে সে তার অপকর্ম অব্যাহত রেখেছে। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায়ের সভাপতিত্বে ও আশীষ কুমার কুরি’র পরিচালনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন পিন্টু আচার্য্য, বিপুল রায়, শান্তনু দাশ অলক, আফসা নাসরীন ঊর্মি, সারোয়ার হোসেন, জন মাইকেল, হেলাল উদ্দিন, আফরোজ, দ্রুব জ্যোতি দাশ টিটু, কৌশিক আচার্য্য পায়েল, মিজানুর রহমান আরিফ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর