,

নবীগঞ্জে পানিউমদা ইউপির আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বাজেট ঘোষনা ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক  সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে পানিউমদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমানের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ ছিদ্দিক আলী ২০১৮-১৯ইং এর বাজেট পেশ করেন, বাজেটে আগামী ২০১৮-১৯ইং সনের সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লক্ষ ৩৮ হাজার ৭২ টাকার বাজেট ঘোষণা করেন। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লক্ষ ২১ হাজার ৯ শত ৭২ টাকা এবং উদ্ধৃত্ব রাখা হয়েছে ১৬ হাজার ১ শত টাকা। এ সময় উস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার তোফাজ্জল হক বকুল, ২নং ওয়ার্ডের ওয়ার্ডের মেম্বার ধনেশ্বর বিশ্বাস, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ কালা মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ মুহিত মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আরজদ আলী, ৬নং ওয়ার্ডের মেম্বার জাহির আহমেদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলী নেওয়াজ, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল কালাম, ৯নং ওয়ার্ডের মোঃ শাহ জাহির আলী, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মমতাজ বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার  মোছাঃ পারভীন বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম প্রমুখ। এছাড়া বাজেট ঘোষনা ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক সভায় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর