,

হবিগঞ্জে সংঘর্ষের প্রস্তুতিকালে আটক ১৫

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে কোর্ট মসজিদের সামনে দুই দল যুবক সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫ যুবক ও কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার পর তারাবির নামাজের সময় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর-যুবকরা তারাবির নামাজের সময় ওই এলাকায় আড্ডা জমিয়ে হট্রগোল করে। এতে করে মুসল্লীদের নামাজের ব্যাঘাত ঘটে। এতে করে মুসল্লীরা প্রায়ই থানায় অভিযোগ করেন। এছাড়াও তারা আরও জানান, মসজিদের সামনে কিছু ভ্রাম্যমান চটপটি ও চানামুড়ির দোকান রয়েছে। এ দোকান গুলোতেই তারা আড্ডা জমায়। গতকাল ওই সময় দুই দল যুবকের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এতে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ যুবক ও কিশোরকে আটক করে। এসময় অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতরা হল, হাসান, আব্দুন নুর, সোহাগ, জুনায়েদ, ফাহিম, মাহমুদ, রতন, মিন্টু, সেলিমসহ ১৫ জন। এ ব্যাপারে ওসি তদন্ত জানান, দাঙ্গা হাঙ্গামার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাদের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর