,

নবীগঞ্জে হায় হায় কোম্পানী ‘আপনজন’ এর ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন শিরোনামীয় সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বানী, দৈনিক তরফবার্তা, দৈনিক লোকালয়বার্তা ও গত মঙ্গলবার নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্টায় “নবীগঞ্জে হায় হায় কোম্পানী ‘আপনজন’ ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন” শিরোনামসহ ভিন্ন ভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে ওই সংবাদগুলি আমাদের দৃষ্টি গোছর হয়েছে। আমরা ওই মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, মানহানীকর, সংবাদের প্রতিবাদ জানাই। সংবাদে উল্লেখ করা হয়েছে, আমরা চার জনের সমন্বয়ে লোকজনদের সাথে টাকা আত্মসাত ও প্রতারনা করছি, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ফরিদ উদ্দিন, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুনই গ্রামের বর্তমানে নবীগঞ্জ শহরতলীর রুদ্র গ্রাম রোডস্থ মুজিব এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ আব্দুল আউয়াল মিয়ার পুত্র মোঃ রাবেল মিয়া, প্রকৃত পক্ষে আমার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার কাগাউড়া ইউনিয়নে, হবিগঞ্জর শরিফ উদ্দিন, সিলেটের খালেদ আহমেদ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া সংবাদে আরো উল্লেখ করা হয়েছে, আপনজন ইন্টারন্যাশনাল কোম্পানীতে কাজ করলে কোন চাকুরির প্রয়োজন হবে না। প্রতি মাসে ২০ হাজার থেকে সর্বোচ্চ লক্ষ টাকা আয় করা সম্ভব এবং এমনও হতে পারে দৈনিক ৫ হাজার টাকা আয় ও অবশেষে ওই কোম্পানীর মালিক বানিয়ে দেয়া হবে মর্মে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং সমাজের সহজ-সরল লোকদের ধোকা দিয়ে বোকা বানিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে ওই ধরনের কাজের সাথে আমরা কখনোই জড়িত নই। ওই সংবাদে প্রতারিত হয়েছেন মর্মে, নাদাম পুর গ্রামের নুর উদ্দিন, সালামত গ্রামের মোছাঃ নিলুফা আক্তার বুরহান পুর গ্রামের খোকন মিয়া, জামিউল হক, ইনাতগঞ্জ এলাকার মোঃ রফিকুল ইসলাম, কাজীগঞ্জ বাজারের মোঃ আনোয়ার হোসেন, বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইদুর রহমান, নবীগঞ্জ শহরের এস.এম ক্লথ ষ্টোরের মালিক রেজাউল করিম মানিকসহ যাদের নাম উল্লেখ করা হয়েছে তারাই লিখিত ভাবে অস্বীকার করছেন কোন ধরনের প্রতারনার বা আত্মসাতের কোন ঘটনা ঘটে নাই। এতে পাঠক মহল বুঝতে পেরেছেন আসলে ওই সংবাদের নেপথ্যে কি ছিল। একটি মহল ‘আপনজন’ কোম্পানীর নাম ব্যবহার করে অবৈধ ফায়দা হাসিল করতে না পারায় তারাই সংবাদ কর্মী ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন। সমাজে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি কু-চক্রি মহল সম্পূর্ন মিথ্যা, মানহানীকর, উদ্দেশ্যে প্রনোদিত, কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা ওই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদকারীদের পক্ষে
আব্দুল বাছিত চৌধুরী রাবেল


     এই বিভাগের আরো খবর