,

হবিগঞ্জের ক্রীড়া উন্নয়নে লন্ডন প্রবাসীদের সাথে মতবিনিময় ॥

স্টাফ রিপোর্টার ॥ সাত সমূদ্র তের নদীর ওপারে থাকলেও দেশের ও দেশের মানুষের প্রতি মমত্ব বোধ থেকেই প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সুন্দর সমাজ বিনির্মানে যেহেতু খেলাধুলার গুরুত্ব অপরিসীম তাই ক্রীড়াঙ্গনের উন্নয়নেও প্রবাসীদেরকে এগিয়ে আসা উচিত। গতকাল রাতে আধুনিক স্টেডিয়াম সভাকক্ষে ক্রীড়া উন্নয়নে লন্ডন প্রবাসীদের সাথে মডার্ণ ক্লাব ও উদীয়মান ক্রিকেট ক্লাবের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফ একথা বলেন। উদীয়মান ক্রিকেট ক্লাবের সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মডার্ণ ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ড. মোঃ শাহ নেওয়াজ, ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউ.কে’র সাধারন সম্পাদক সামছুল ইসলাম মঞ্জু, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক কামাল চৌধুরী, অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমীর হোসেন, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, রোটারিয়ান বাদল রায়, মডার্ণ ক্লাবের সাবেক সভাপতি ও এজিপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, অ্যাডভোকেট হেলাল আহমদ, অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, অ্যাডভোকেট সামছুল হক, আম্পায়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ লোকমান আহমেদ, সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেন, মডার্ণ ক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম, উদীয়মান ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান। পরে সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। সংবর্ধিত তিন প্রবাসী নেতা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্র“তি দেন এবং মডার্ণ ক্লাবের তহবিলে অনুদান ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর