,

এমপি মুনিম চৌধুরী বাবুর অক্লান্ত প্রচেষ্টায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ২ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় এমপি মুনিম চৌধুরী বাবুর অক্লান্ত প্রচেষ্টায় ২ কোটি টাকার বরাদ্ধ দেওয়া হয়েছে। তার মধ্যে নবীগঞ্জে উপজেলায় ১ কোটি ৩০ লক্ষ টাকার ৩৯টি উন্নয়ন মূলক কাজের মধ্যে তাহা হল, উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর নাট মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, হলিমপুর অগ্রদুত দূর্গা মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কামড়াখাইর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, দীঘলবাক ইউনিয়নের চরগাঁও জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, স্বস্তিপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, কামারগাঁও পাঞ্জেগান জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, মাধবপুর গালিবপুর কবরস্থান বাউন্ডারী সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ খালেরপাড় জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, রায়পুর কবরস্থান বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজে ৩ লক্ষ টাকা, শ্রী শ্রী ভৈরাবানন্দ মহাশক্তিদেবালয় মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, আউশকান্দি র.প. স্কুল এন্ড কলেজ জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, দক্ষিণ দৌলতপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, কুর্শি ইউনিয়নের কুর্শি চৌধুরী বাড়ি কবরস্থান বাউন্ডারী দেয়াল সংস্কার কাজে ৯ লক্ষ টাকা, কুর্শি ডেবনা নদীর পাড় কবরস্থান বাউন্ডারী সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, সমরগাঁও জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, তাহিরপুর ন’মৌজা মাদ্রাসা মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, ভুবিরবাক নাট মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, করগাঁও ইউনিয়নের করগাঁও শাহ জালাল জামে মসজিদ  ৩ লক্ষ, করগাঁও দারগা বাড়ি জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, শেরপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, কানাইপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, গুজাখাইর ভট্রা কুরির পূর্বপাড় কবরস্থান ৩ লক্ষ টাকা, বাউসা ইউনিয়নের সুর্জাপুর জামে মসজিদ (দক্ষিণপাড়া) সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, দেবপাড়া ইউনিয়নের ভানুদেব জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, রুস্তমপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল দক্ষিণ কুর্শা মোকামপাড়া জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, শতক বাজার জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, দেওপাড়া বড় জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও হাজী বাড়ী জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, পানিউমদা ইউনিয়নের খাগাউড়া আলীপুর মহাদেব মন্দির সংস্কার কাজে ৪ লক্ষ টাকা, নবীগঞ্জ পৌরসভার নহরপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, চরগাঁও দক্ষিণ বাড়ি জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, গন্ধা (বড় বাড়ি) জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, নবীগঞ্জ বাজার জিউর আখড়া সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, আনমনু কবরস্থান বাউন্ডারী দেয়াল নির্মাণ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, আক্রমপুর লোকনাথ মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা ও গয়াহরি রামকৃষ্ণ মিশন সংস্কার কাজে ৩ লক্ষ টাকা। অপরদিকে বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়নের অমৃতা জামে মসজিদের সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, পুটিজুরি ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, সুখচর লোকনাথ মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, সাতকাপন ইউনিয়নের খড়িয়া রাধা গোবিন্দ নাট মন্দির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, হিলারি বাড়ি কবরস্থান সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, মানিকা দক্ষিণ জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, বাহুবল ইউনিয়নের কসবা করিমপুর জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, ভেড়াখাল জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, বরইউড়ি জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, সাতপাড়িয়া কোনাবাড়ি কবরস্থান এর বাউন্ডারী দেয়াল নির্মাণ কাজে ৩ লক্ষ টাকা, চৌধুরীবাড়ি কবরস্থান এর বাউন্ডারী দেয়াল নির্মাণ কাজে ৩ লক্ষ টাকা, লামাতাসি ইউনিয়নের কাজি হাটা জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, তারাপাশা জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, বাদে রামেশ্বরপুর জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, মিরপুর ইউনিয়নের ফদ্রখলা জামে মসজিদ সংস্কার কাজে  ৩ লক্ষ টাকা, সাটিয়াজুরি জামে মসজিদ সংস্কার কাজে ৩ লক্ষ টাকা, শচিঅঙ্গন ধাম মন্দির সংস্কার কাজে ৫ লক্ষ টাকা, পূর্বজয়পুর জামে মসজিদ সংস্কার কাজে ৫ লক্ষ টাকা।


     এই বিভাগের আরো খবর