,

মামলা সংক্রান্ত বিরোধ, পারিবারিক বিরোধ ও পূর্ব বিরোধের জের নিয়ে নবীগঞ্জে পৃথক স্থানে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ আহত ২২

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ২২ জন আহত হয়েছে। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলা
বিভিন্ন গ্রাম এলাকায়। পারিবারিক বিরোধ, মামলা সংক্রান্ত বিরোধ ও পুর্ব বিরোধ নিয়ে এসব সংঘর্ষের সুত্রপাত হয়েছ্।ে এতে আহতরা হলেন, ওই উপজেলার দনিগাঁও গ্রামের মৃত আইন উল্লার পুত্র আব্দুল কাদির (৪৫)আব্দুল কাদির মিয়ার স্ত্রী শেলিনা বেগম (৩২) কায়েস্ত গ্রামের এলকাছ উদ্দিনের পুত্র বাবুল আহমেদ (৪০) পুরুষত্তম পুর গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার পুত্র হোসেন আলী (৩৫) হোসেন আলীর স্ত্রী আখলিমা বেগম (৩৪) মৃত আব্দুল করিম মিয়ার কন্যা রুপসিনা বেগম (২৫) চরগাঁও গ্রামের আব্দুল রহিম মিয়ার স্ত্রী নিলমতি বিবি ৬০), মৃত আব্দুর রহমানের স্ত্রী খেলা বিবি (৬০), আব্দুর রহিম মিয়ার কন্যা রিমা আক্তার (১৬), নবীগঞ্জ শহরতলীর রতনা বেগম (৪০), চরগাঁও গ্রামের মোঃ কাজল মিয়ার পুত্র সাইদুল ইসলাম (২৬), শেখ আব্দুল অজুদ মিয়ার কন্যা লাকি বেগম (২২), কানাইপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী রাহমিনা বেগম (২২), জন্তরী গ্রামের লন বৈদ্যর স্ত্রী মালতি বৈদ্য (৫০), মুকিম পুর গ্রামের মৃত রহমত উল্লার পুত্র হাবিবুর রহমান রান্ট ু(৩১), সোনাম পুর গ্রামের মোঃ আছাদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫), উত্তর দেবপাড়া গ্রামের হাফেজ আব্দুল মতিনের পুত্র শাকের আহমদ (৩৩), মোজাক্কির আহমদ (৩০), সোনাম পুর গ্রামের মৃত জাহির উল্লার পুত্র মোঃ তরমুজ আলী (৪৫), উমর পুর গ্রামের রজব আলীর পুত্র জহুর আলী (২৬), সালামত মিয়ার পুত্র মহি উদ্দিন (১৪), তার স্ত্রী আফিয়া বেগম (৩৩), জহুর পুর গ্রামের কাচা মিয়ার পুত্র তাজুল ইসলাম (৩০)। তাদেরকে গতকাল রোববার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর