,

ইফতার মাহফিলে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করার ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল। এতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক ছাড়াও দলমত নির্বিশেষে এলাকার প্রায় ৩ সহশ্রাধিক লোকজন স্বতস্ফুর্তভাবে অংশ নেন। এ সময় বিগত প্রায় সাড়ে ৯ বছরে এড. মোঃ আবু জাহির এমপি’র মাধ্যমে সম্পন্ন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত এলাকাবাসী। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বর্তমান সরকারের আমলে এড. মোঃ আবু জাহির এমপি’র মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও তাকে নির্বাচিত করার আহবান জানালে উপস্থিত লোকজন হাত তুলে সমর্থন জানান। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আব্দুল আহাদ ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বদরুল করিম দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. শামীম আহমেদ, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান এমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ প্রমুখ। এছাড়াও বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম ও তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক তারেক মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দিলু মিয়া, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সদস্য সামছুন্নাহার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মীর মুখলিছ মিয়া প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুরব্বীয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ।


     এই বিভাগের আরো খবর