,

নবীগঞ্জে সাংবাদিকের জুবেলের উপর সন্ত্রাসী হামলা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিকেলে প্রতিদিনের ন্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক বিবিয়ানা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জুবেল আহমদ। বিকাল সাড়ে ৭টায় বাড়ি ফেরার পথে নবীগঞ্জের বাংলাবাজার নামক তিন রাস্তার মুখে পৌঁছলে সেখানে পুর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে তাকে ফেলে চলে গেলে আনুমানিক রাত  ৯টার দিকে কিছু পথচারী দেখতে পেয়ে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার সিলেটে এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড, পাইপ ও বিভিন্ন দেশীয় অস্ত্র ধারা আঘাত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। সাংবাদিক জুবেল আহমদ দীর্ঘদিন থেকে নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সংবাদপত্রে ধারাবাহিক প্রতিবেদন করেন। সাংবাদিক জুবেলের উপর ঘটনার তাৎক্ষনিক তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মিঠু। এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, সাংবাদিক সমাজের আয়না স্বরূপ, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশ জাতি ও গনতন্ত্রের প্রহরী হিসেবে মানুষের মধ্যে সত্য ঘটনা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এই সাংবাদিকরা যখন সত্য উদঘাটনের জন্য সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে ঠিক তখনই সমাজের কতিপয় দূর্নীতিবাজ ও ক্ষমতাবান ব্যক্তির দ্বারা কখনও নির্যাতনের শিকার, কখনও বা তাদের হাতে জীবন দিতে হচ্ছে। এ রকম নৈরাজ্য সৃষ্টির চিত্র তুলে ধরার অপরাধে সাংবাদিক জুবেল আহমদকে নির্মম নির্যাতন করে তার চাচা জুনাইদ আহমদ জুনেদের মত চিরতরে শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি অবিলম্বে দোষী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর