,

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃপক্ষের বক্তব্য

গত ০৯ জুন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসসহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় “আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় থেকে সরকারি বই পাচারকালে জনতার চাপে বই রেখে পালালো গাড়ি চালক” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে সরকারি লক্ষ লক্ষ টাকার বই পাচারকালে স্থানীয় জনতা গাড়ীসহ আটক করে মর্মে যে তথ্য পরিবেশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর। প্রকৃত ঘটনা হল আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পুরাতন লাইব্রেরি কক্ষে প্রতিষ্ঠানের যাবতীয় অপ্রয়োজনীয় ও সিলেবাস বহির্ভূত পুরাতন বই, কাগজ-পত্র, বিভিন্ন পরীক্ষার ব্যবহৃত খাতা, ব্যবহারিক খাতা ইত্যাদি সংরক্ষণ করা হয়। ওই স্টোর রুমে রক্ষিত মালামালে উই-পোকার আক্রমনে অধিকাংশ মালামাল ক্ষতিগ্রস্থ হওয়ায় বিষয়টি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহায়ক মোঃ আব্দুল আহাদ আমাকে অবহিত করে। বিষয়টি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সভাপতির সাথে পরামর্শক্রমে প্রশাসনিক ভবনের অন্য একটি কক্ষে স্থানান্তরের জন্য অফিস সহায়ককে নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ৭ জুন অপ্রয়োজনীয় ও ক্ষতিগ্রস্থ মালামালগুলো স্থানান্তরের সুবিধার্থে (বিদ্যালয় প্রাঙ্গঁণের চর্তুর্দিকে পাকা রাস্তা থাকায়) ২টি ভ্যানগাড়ী নিয়ে আসে। মালামালগুলো বস্তাবন্ধি করে ভ্যান গাড়ীতে উঠিয়ে স্থানান্তরের সময় স্থানীয় একটি কুচক্রি মহল লোকচক্ষুর অন্তরালে ছবিটি ধারণ করে এবং সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে উল্লেখিত মিথ্যা সংবাদটি পরিবেশন করে। উল্লেখ্য যে, ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সরকারি বইগুলে প্রতি বছরের ১লা জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানগুলোতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় সময়ই উপস্থিত থাকেন এবং বই বিতরণের সংবাদটি স্থানীয় পত্র-পত্রিকায় সাধারণত পরিবেশিত হয়। সুতরাং লক্ষ লক্ষ টাকার সরকারি বই পাচারের সংবাদটি হাস্যকর ও বানোয়াট এবং ভিত্তিহীন বটে। উক্ত সংবাদটিকে কেন্দ্র করে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে মিলাদ হোসেন সুমন নামের এক ব্যক্তি সংবাদ প্রকাশের হুমকি দিয়ে অনৈতিকভাবে উৎকোচ আদায়ের চেষ্টা করে। এ বিষয়টি আমরা দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার কর্তৃপক্ষকে অবহিত করি। এরই প্রেক্ষিতে সময় পত্রিকা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। কথিত বই পাচারের সংবাদ প্রকাশ করে একটি অশুভ মহল আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপ-প্রয়াস চালিয়েছে। তাই আমরা উপরোক্ত শিরোনামে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।
প্রতিবাদকারী
হাজী মোঃ সুহুল আমিন
সভাপতি
মোঃ লুৎফুর রহমান
প্রধান শিক্ষক/অধ্যক্ষ
আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর