,

নবীগঞ্জে মেডিকা হসপিটালে প্রথম সিজারিয়ান অপারেশন, পুত্র সন্তানের মা হলেন রুমি বেগম

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের শেরপুর রোডের বাংলা টাউনে অবস্থিত নব-প্রতিষ্ঠিত মেডিকা হসপিটালে প্রথম সিজারিয়ান অপারেশনে পুত্র সন্তানের মা হয়েছেন রুমি বেগম। গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনি ও ল্যাপারস্কোপিক সার্জন ডাঃ এস.কে ঘোষের নেতৃত্বে রুমি বেগমের সিজারিয়ান অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সিজারিয়ান অপারেশনে সহযোগিতা করেন ডাঃ জয়গোপাল, ডাঃ রেজাউল করিম সজল। এ সময় মেডিকা হসপিটালের চেয়ারম্যান এহতেশামুল হক শামীম, ম্যানেজিং ডাইরেক্টর এড. শাহনুর আলম ছানু, ভাইস চেয়ারম্যান আফতাব আল মাহমুদ, ডাইরেক্টর নাজির আহমদ চৌধুরী, আবুল কালাম মিঠু, নুরুল হুদা বানী, ডাঃ আজিজুর রহমান, জামাল আহমদ এবং জি.এম কানুলাল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সিজারিয়ান অপারেশনের পর রুমি বেগম এবং তার নবজাতক সন্তান সুস্থ আছেন। মেডিকা হসপিটালে সিজারিয়ান অপারেশন, এপেন্ডেসাইটিস ও পিত্ততলীর অপারেশনসহ যাবতীয় অপারেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে হসপিটাল সূত্র জানিয়েছে। এদিকে মেডিকা হসপিটালে প্রথম বারের মতো সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় অপারেশনে নিয়োজিত চিকিৎসক দলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ।


     এই বিভাগের আরো খবর