,

হবিগঞ্জে এক যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে ওয়াহিদুর রহমান (২২) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের দাবি স্ত্রীর পরকিয়ার বলি হয়েছে সে। এঘটনায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মৃত ওয়াহিদুর শহরতলীর পশ্চিম তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের পুত্র। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, প্রায় ৪ বছর পূর্বে সদর উপজেলার নিজামপুর গ্রামের আরজু মিয়ার কন্যা তাসলিমা আক্তার’র সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোল জুড়ে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি তাসলিমা  কাউকে কিছু না বলে শিশু সন্তানদের রেখে পিত্রালয়ে চলে যায়। ্্এদিকে শিশুদের অতিকষ্টে লালন পালন করে ওয়াহিদ। সালিশ বৈঠকের এক পর্যায়ে শিশু সন্তানের দিকে তাকিয়ে মাসখানেক আগে তাসলিমাকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। এক পর্যায়ে অভিমান করে সন্তানদের রেখে আবার পিত্রালয়ে চলে যায় তাসলিমা। গতকাল বুধবার স্ত্রীকে ফিরিয়ে আনতে যুবক শ্বশুড় বাড়িতে যায়। স্ত্রীকে ফিরিয়ে না আনতে পেরে শ্বশুড় বাড়িতে যুবক বিষপান করে ছটফট করতে থাকে। পরে তাকে বিষাক্রান্ত অবস্থায় তার শ^শুরবাড়ির লোকজন সদর হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হলে তার শ্বশুর বাড়ির লোকজন সটকে পরে। এদিকে, ওয়াহিদুরের পিতা মতিউর রহমান জানান পরকিয়ার কারণে মুখে বিষ ঢেলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।


     এই বিভাগের আরো খবর