,

বাহুবলে রাস্তা সংস্কার, মাদ্রাসার মসজিদ ও ঈদগাহ্’র উন্নয়নে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেন শেখ মহিউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা সদরে গতকাল বুধবার দুপুরে জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসা পরিদর্শন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  সম্ভাব্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ। মাদ্রাসা পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন,   অবসরপ্রাপ্ত সার্জেন্ট মর্তুজ আলী, খালেদ আহমেদ, লিমন আহমদ প্রমূখ। পরে তিনি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ আবুল কালাম আজাদসহ শিক্ষকমন্ডলীর সাথে এক মতবিনিমিয় সভায় মিলিত হন। এ সময় মাদ্রাসা শিক্ষকবৃন্দের দাবীর প্রেক্ষিতে মাদ্রাসার মসজিদের কাঠামোগত উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। মতবিনিময় সভা শেষে তিনি হামিদনগর এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। বিকালে বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়নের স্থানীয় নন্দনপুর বাজারে শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন। শ্রমিক সংগঠনের সভাপতি ও লামাতাশি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস ছমেদ মেম্বার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আনিছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.ক.ম উস্তার তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট দ্বিজেন্দ্র লাল, খালেদ আহমদ, শ্রমিক সংগঠনের উপজেলা সভাপতি মোঃ জয়নাল মিয়া, সহ সভাপতি শাহনুর আলম, সাধারণ সম্পাদক জিতু মিয়া, শ্রমিক নেতা ধন মিয়া (সাবেক মেম্বার) , সোয়েল মিয়া, কাওছার মিয়া প্রমূখ। অনুষ্ঠিত সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে নন্দনপুর বাজার হইতে ভুলকোট পর্যন্ত রাস্তা সংস্কারে ৫০ হাজার টাকা ও স্থানীয় ঈদগাহ্’র মাটি ভরাটের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন শেখ মহিউদ্দিন আহমেদ। সভা শেষে তিনি নন্দনপুর বাজারে গণসংযোগ করেন।


     এই বিভাগের আরো খবর