,

কন্যা সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সময় ডেস্ক ॥ গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৫টার দিকে অকল্যান্ডের একটি হাসপাতালে তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। মা ও সন্তান দুইজনই সুস্থ রয়েছেন। শিশুটির ওজন হয়েছে ৩.৩১ কেজি। ৩৭ বছর বয়সী এই প্রধানমন্ত্রীও বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে আরডার্নের আগে পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ১৯৯০ সালে এক সন্তানের জন্ম দিয়েছিলেন। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না করায় নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটারের সমর্থন নিয়ে সরকার গঠন করেন লেবার পার্টির জাসিন্ডা আরডার্ন। বিবিসি বলছে, প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ছয় দিন আগে তার অন্তঃসত্তা হওয়ার খবর জানতে পারেন আরডার্ন। আরডার্নের স্বামীর নাম ক্লার্ক গেফোর্ড। সন্তান জন্মের পর ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন জাসিন্ডা। প্রধানমন্ত্রী আরডার্ন আগামী আগস্টে কাজ যোগ দেবেন বলে আশা করছেন। এই সময়ের মধ্যে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন উপ-প্রধানমন্ত্রী উইন্সটন পিটারস। বিবৃেিতত আরডার্ন বলেন, নতুন মা-বাবা হওয়ার পর অন্যদের যেমন অনুভূতি হয় আমি নিশ্চিত তেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরাও যাব। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।


     এই বিভাগের আরো খবর