,

হবিগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে আগুনে পুড়ানো হল দুইটি ড্রেজার মেশিন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রিজের নিচ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে করে ব্রীজটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় ধ্বসে পড়ে হবিগঞ্জ জেলার সাথে বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খন্দকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর থানার এসআই আবু নাইমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন। ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে প্রভাবশালীর তৈরী করা টিনের একটি ঘর ভেঙ্গে ফেলে শুধু তাই নয় তারা ড্রেজার মেশিনের বিভিন্ন ধরনের পায় ২ লক্ষাধিক টাকার পাইপসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আদালতের উপস্থিতি টের পেয়ে প্রভাবশালীরা যে যার ইচ্ছেমত নদী পাড় হয়ে পালিয়ে যায়। তবে এলাকাবাসী জানায়, ওই এলাকার ইজারাদারের পক্ষ থেকে দেখা শুণা করে প্রভাবশালী ফারুক মিয়া নামের এক ব্যক্তি। সে নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতা পরিচয় দেয়। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ট্রাক ও লড়ি দিয়ে বিভিন্ন স্থানে পাচার করছে। বার বার অভিযোগ করার পরও এতদিন প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। সম্প্রতি এলাকাবাসী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি এসিল্যান্ড কে বলে এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান অব্যাহত থাকবে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর