,

খোয়াই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মেশিন জব্দ ॥ ৫০ হাজার টাকা জরিমানা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের শায়েস্থানগর পৌল রোড এলাকায় খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মেশিন জব্দসহ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মর্জিনা বেগম ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে মেশিন ও সরঞ্জামাদি জব্দ করে। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এনিয়ে পরম্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ইজারাদাররা জানান, শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল আহমেদ ১ কোটি ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ হইতে চৌধুরী বাজার পর্যন্ত জেলা প্রশাসকের কাছ থেকে লিজ নেন। লিজ অনুযায়ী তারা বালু উত্তোলন করে আসছেন। তবে তাদের দাবী মাছুলিয়া ব্রীজের ১ কিলোমিটার দুরত্ব থেকে তারা বালু উত্তোল করছেন। এর ফলে ব্রীজের কোন ক্ষতি হবে না এবং তাদের লিজ নামায়ও এমন শর্ত দেয়া আছে। অপরদিকে, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, প্রতিদিনই তার কাছে স্থানীয় লোকজন অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে তিনি সদর থানার এস.আই পলাশ দাসসহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তাবে তার কাছে মনে হয়েছে ব্রীজের ১ কিঃ মিঃ এর ভেতের বালু উত্তোলন করছে। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে যদি কাগজ পত্র সঠিক হয় তা হলে জেলা প্রশাসকের কাছে আপিল করলে জরিমানা ও জব্দ মালামাল ফিরে পাবেন। এদিকে, জব্দকৃত মেশিনটি স্থানীয় কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীমের নিকট জিম্মায় দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান।


     এই বিভাগের আরো খবর