,

শায়েস্তাগঞ্জ প্রতিবন্ধিদের সাহায্যে আল খলিল ইউকে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ঃ অর্ত মানবতার সেবায় প্রতিবন্ধিদের জীবন ও মান উন্নয়নে আল খলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার ইউকে এর উদ্যোগে বুক বাউন্ডিং প্রজেক্ট এর উদ্ধোধন, সেলাই মেশিন প্রদান ও নগদ অর্থ দান সহ প্রায় অর্ধশতাধিক কম্বল প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করা হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরস্থ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার মাঝে লন্ডনস্থ আল খলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার এর সহযোগিতায় বাংলাদেশ অফিস মৌলভীবাজার বরুণাস্থ আল খলিল অফিসের সার্বিক তত্ত্বাবধানে দুই ল দশ হাজার টাকার আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধিদের মাঝে বুক বাইন্ডিং, সেলাই মেশিন প্রদান ও প্রশিক প্রদান, কম্বল বিতরণ সহ অর্ধশতাধিক প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবন্ধিরা সমাজের বুঝা নয় বরং রাষ্ট্রের সম্পদ। প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার এই প্রজেক্টগুলোর উদ্ধোধনকালে অনুষ্ঠানের উদ্ধোধক আল খলিল চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদি বলেন, আর নয় আমার নীর শিক্ষা প্রতিবন্ধিরা কখনো দারস্থ হবে না অন্যের কাছে হাত পাতবেনা। কর্ম হবে, কাজ করে খাবে এই পত্রয়ে আল খলিল এডুকেশন এন্ড কালচারাল এডুকেশন সেন্টার প্রতিবন্ধিদের পাশে দাঁড়িয়েছে পর্যায়ক্রমে তাদের জন্য আরো কিছু করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শোয়েব উদ্দিন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন- সরকারের পাশাপাশি দেশি বিদেশী সংস্থাগুলো প্রতিবন্ধিদের জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে। বিশেষ করে আল খলিল আজ যে অবদান রাখছে তা নিঃসন্দেহে অন্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজ প্রভাষক জালাল উদ্দিন রুমি। এছাড়া উপস্থিত ছিলেন- আল খলিল এর সেক্রেটারি জেনারেল ফয়জুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাওঃ মশিউর রহমান, সিলেটি আল খলিল শিা বোর্ড মহাসচিব মাও হেলাল আহমদ, মাসিক হেফাজতে ইসলাম সহকারী সম্পাদক মাওঃ হাফেজ নাজমুল হক, প্রেসকাব অর্থ সম্পাদক সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ সরদার, ছিদ্দিকুর রহমান, প্রতিবন্ধি মীর গাজিউর রহমান, জোসনা আক্তার, ইসমাইল হোসেন, মেম্বার হাজী আব্দুস শহীদ। প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন রফিকুল ইসলাম তালুকদার।


     এই বিভাগের আরো খবর