,

নবীগঞ্জে প্রাইমারি স্কুলের ভুমি বাহিরে রেখে মনগড়া দেয়াল নির্মাণ করায় ইউএনও বরাবর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে অবস্থিত এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আজম রায়হান মনগড়া এবং একরোখাভাবে দেয়াল নির্মাণ করায় দেয়ালের বাহিরে স্কুলের অবশিষ্ট ভূমি অন্যর ভোগদখলে যাবার আশংকায় করছেন সচেতন মহল। তার প্রতিকার চেয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ স্কুলের ভুমি দাতার পুত্র মির্জা মারুফ আহমেদ গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, ওই স্কুলের ভুমি দাতা ছিলেন এনাতাবাদ গ্রামের মির্জা মারুফ আহমেদ এর পিতা মির্জা মোঃ ইদ্রিস। ইদানিং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্বভার গ্রহন করেন একই গ্রামের আলী আজম রায়হান। তিনি দায়িত্বভার নেয়ার পর মনগড়াভাবে স্কুলে দেয়াল নির্মাণ করেছেন। এতে দেয়ালের বাহিরে আরো অবশিষ্ট ভুমি রয়েছে। কালের পরিবর্তনে দেয়ারের বাহিরের ভুমি বিদ্যালয়ের অধীনে থাকবেনা। কারণ পার্শ্ববর্তী বাড়ির লোকজন ভোগদখল করে নিবেন। এমনকি ওই দেয়াল নির্মাণ করায় গ্রামের লোকজনের মধ্যে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে এবং যাতায়াতে প্রতিবন্ধকতার কারণে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করেছেন এবং এলাকার শান্তি শৃংঙ্কলা বজায় রাখতে এবং ফিরিয়ে আনতে অবশেষে স্কুলের ভুমি দাতা ও দাতা কমিটি সদস্যের পুত্র মির্জা মারুফ আহমেদ এলাকার বিভিন্ন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের গণস্বাক্ষর নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসাসের কাছে অভিযোগ দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর