,

নবীগঞ্জ পৌরসভার ৩৭ কোটি ২৭ লক্ষ টাকার বাজেট অনুমোদিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার ২০১৮-২০১৯ সালের ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকার বাজেট অনুমোদন দিয়েছে পৌর পরিষদ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভায় এ অনুমোদন দেয়া হয়। পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর আব্দুস ছালাম, মোঃ আলাউদ্দিন,  মোঃ কবির মিয়া, মোঃ সুন্দর আলী, মোঃ জাকির হোসেন, প্রানেশ চন্দ্র দেব, জায়েদ চৌধুরী, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দসহ পৌরসভার বর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত সভায় নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা খসড়া বাজেট উপস্থাপন করলে পৌর পরিষদে সর্ব সম্মতিক্রমে ২০১৮-২০১৯ সালের ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বাজেটের সার সংক্ষেপ- প্রস্তাবিত বাজেটে  আয় ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকা, ব্যয় ৩৭ কোটি ১০ লক্ষ ৭৪ হাজার ৭০০ টাকা ধরা হয়েছে। সার্বিক উদ্ধৃত্ত ১৬ লক্ষ ৮০ হাজার ৫৯২ টাকা।  প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ২৯ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকা, উন্নয়ন আয় ৩২ কোটি ৯৮ লক্ষ টাকা। সর্ব মোট আয় ৩৭ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ২৯২ টাকা। প্রস্তাবিত রাজস্ব ব্যয় ৪ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৩২ কোটি ৯৭ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা দেখানো হয়েছে। সর্ব মোট ব্যয় ৩৭ কোটি ১০ লক্ষ ৭৪ হাজার ৭০০ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব উদ্ধৃত্ত ১৬ লক্ষ ১৫ হাজার ২৯২ টাকা, উন্নয়ন উদ্ধৃত্ত ৬৫ হাজার ৩০০ টাকা। সার্বিক উদ্ধৃত্ত ১৬ লক্ষ ৮০ হাজার ৫৯২ টাকা।


     এই বিভাগের আরো খবর