,

হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে দুই ছাত্রের মধ্যে সংঘর্ষে আহত ২০

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে দুই ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজর বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর চালানো হয় এবং ওই কলেজের শিক্ষার্থীরা প্রাণ ভয়ে দিকবেদিক ছুটাছুটি শুরু করে। জানা যায়, কলেজে একাদশ শ্রেণীতে আগে শিক্ষার্থী ভর্তি নিয়ে ছাত্রদরে মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের ছাত্ররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়লে কলেজের আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে আফরোজ হোসেন, সাহান মিয়া, হাফিজ উদ্দিন, শাহনুর আহমেদ, সুমেল মিয়া, মনির হোসেন, নিয়ল মিয়া, ছারোয়ার হোসেন, মোমিন মিয়া, আফজল মিয়া, শিপন মিয়া, রাসেল মিয়া, আরিফুর রহমান, করিম আহমেদ ও আব্দুল্লাহ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বৃন্দাবন কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াছ হোসেন জানান, তারা সবাই ছাত্রলীগের কর্মী। হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার মনে হচ্ছে নতুন শিক্ষার্থীদের কাছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই এমনটি করেছে তারা। অবশ্য বিষয়টি আগে থেকে টের পেয়ে আমরা পুলিশকে অবগত করে রেখেছিলাম। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান জানান, কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি চলছে। তারাই ভর্তি নিয়ে হয়তো সংঘর্ষে লিপ্ত হয়েছে। আর তারা ছাত্রলীগের নাম ব্যবহার করেছে। ছাত্রলীগের দুর্নাম করার জন্যই এমনটি করা হয়েছে। এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ছাত্রলীগের দুই পক্ষ নতুন শিক্ষার্থীদের নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর