,

নবীগঞ্জের প্রাইমারী শিক্ষক অসীম কুমার নাগের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার নাগের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রেষণে উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করা, প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রশিক্ষণে স্বামী-স্ত্রীর অংশ গ্রহন করা, বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষরসহ নানা অভিযোগ রয়েছে। তার স্কুলে না যাবার ফলে শিক্ষক সংকটের কারণে ওই স্কুলের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর পাঠদানে বিঘœ ঘটছে। এ ব্যাপারে স্কুলের পক্ষ থেকে শিক্ষা অফিসে আবেদন করা হলেও কোনো লাভ হয়নি। বিষটির ব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানাযায়, দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই সহকারী শিক্ষক অসীম কুমার নাগ প্রায় দেড় বছর ধরে স্কুলে না আসায় পাঠদানে বিঘœ ঘটছে। অভিযোগে আরো জানাযায়, অসীম কুমার নাগ স্কুলের সভাপতিসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে কোন কিছু না জানিয়ে যোগদানের পর থেকে নিজ কর্মস্থলে অনুপস্থিত থেকে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে সহযোগিতার নামে স্কুল ফাঁকি দিয়ে যাচ্ছেন। উপজেলা শিক্ষা অফিসে সহযোগিতার নামে স্কুল ফাঁকি দিলেও শিক্ষকতার সাথে সম্পৃক্ত সকল ধরনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন যথারীতি এবং বেতন ভাতা ইত্যাদি ভোগ করছেন নিয়মিত। বিষটির ব্যাপরে প্রতিকার চেয়ে ওই বিদ্যালয়ের সভাপতি ইলিয়াছ মিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া অসীম কুমার নাগ স্কুলে না গেলেও শিক্ষকতার সাথে সম্পৃক্ত নেপ ময়মনসিংহ ট্রেনিং ও বিষয় ভিত্তিক ট্রেনিংএ অংশ নিচ্ছেন নিয়মিত। এতে করে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে স্কুলে যদি ক্লাস না করেন তাহলে ট্রেনিং অংশ নেয়ার অর্থ কি? এর আগে ২০১৫ইং সালের মার্চ মাসে অসীম কুমার নাগ উত্তর দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করলে সেখানেও তিনি কোন দিন ক্লাস করেননি। ওই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাজেদা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, অসীম কুমার নাগ যোগদান করলেও তিনি কোনদিন স্কুলে যাননি। প্রায় দেড় বছর অসীম কুমার নাগ কাগজে কলমে দেবপাড়া সরকারী প্রাইমারী স্কুলে ছিলেন বলে জানাগেছে। এছাড়া দেবপাড়ার পূর্বে অসীম কুমার নাগ ছিলেন দক্ষিণগ্রাম ইমামবাঐ সরকারী প্রাইমারী স্কুলে। সেখানেও তার একই খবর পাওয়া গেছে। সেখানেও তিনি স্কুলে নিয়োমিত যাননি। এ ব্যাপারে তার বর্তমান কর্মস্থল দেবপাড়া সরকারী প্রাইমারী স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া বলেন- একজন প্রাইমারী সহকারী স্কুল শিক্ষক বছরের পর বছর স্কুলে না গিয়ে উপজেলা শিক্ষা অফিসকে সহযোগিতার নামে স্কুল ফাঁিক দিয়ে সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এটা মেনে নেয়া যায় না। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা মেহেরুননেছা খানমও অসিম কুমার নাগের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাশ জানান, তিনি আসার আগে থেকেই অসীম কুমার নাগ সেখানে কাজ করছেন। তবে এ ব্যাপারে তাঁর কাছে কোনো লিখিত কাগজপত্র নেই। সহকারী শিক্ষক অসীম কুমার নাগ জানান, তাঁকে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রেষণে কাজ করতে নেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর