,

নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে দুদিনের সফরে অডিট টিম নবীগঞ্জে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে ঐ প্রতিষ্টানের অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ কর্তব্যকাজে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় পরিদর্শন ও নিরিক্ষা অধিদপ্তর  ঢাকা থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন শেখ এবং অডিট অফিসার মোঃ জামালুল মাওলা তারা নবীগঞ্জে এসেছেন । গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুদিন ব্যাপী  বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করবেন। ইতোমধ্যেই নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদকে তদন্ত কাজে সার্বিক সহযোগিতা করতে অবগতি পত্র দেয়া হয়েছে। সুত্রে প্রকাশ, ঐ কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুনীতির বিরুদ্ধে অভিযোগ এনে গত বছর বিশ্ব বিদ্যালয়ের ভিসি বরাবর অভিযোগপত্র প্রেরণ করেন কুর্শি ইউনিয়নের খনকাড়ীপাড়া গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সাবেক সদস্য খলিলুর রহমান ও নবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা ইয়াওর আলী শিকদার এবং মোঃ আলতাব উদ্দিন। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুদিন ব্যাপী অডিট টিম তদন্ত করবেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর