,

বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ভবনের ভিত্তিস্থাপন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইকবাল হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, ম্যানেজিং কমিটির সদস্য মোতাব্বির হোসেন খান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোতাব্বির হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মিলন বেগম, সোহেলী ইয়াছমিন মনি, ফাতেমা বেগম, নুরুন্নাহার খানম তৃপ্তি, শিক্ষক মঈন উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। উল্লেখ্য ২০১১ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খানের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩ বছর জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জন করে। চলতি বছরে কক্ষ সংকটের কারণে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক অনেক শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় বলেন, আমবাগান উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এলাকার বিত্তশালী, জনপ্রতিনিধি এবং জনসাধারণকে এগিয়ে আসা উচিত। তিনি আরও জানান, স্কুলের অবকাঠামোর উন্নয়ন হলে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে লেখাপড়া করে ভাল ফলাফল অর্জন করে সুনাম বয়ে আনতে পারবে।ক্যাপশন: ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইকবাল হোসেন খান।মোঃ আশিকুল ইসলাম


     এই বিভাগের আরো খবর