,

বেবিষ্ট্যান্ড-শ্মশানঘাট সড়কে কোটি টাকার নির্মাণ কাজে অনিয়ম ॥ তড়িগড়ি করে করায় নিম্নমানের কাজ হওয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড থেকে শ্মশানঘাট মোড় পর্যন্ত সড়কটিতে বহুদিন পর উন্নয়নের ছোয়া লাগলেও নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ওই সড়কটি ভেঙ্গে খানা খন্দকে পরিণত হয়েছে। ওই সড়কে যানবাহন চলাচলের সময় ঘটছে দূর্ঘটনা। অনেকদিন পর হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে ওই সড়কে উন্নয়নের কাজ শুরু হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ অক্টোবর ৯৯ লাখ ২৩ হাজার ৯শ ২৫ টাকায় টেন্ডার আহবান করা হয়। আর এ কাজ নেয়, মের্সাস এসআর ইউ কনস্ট্রাকশন, প্রোপাইটর সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ। সম্প্রতি ওই সড়কে কাজ শুরু হয়েছে। তবে কাজগুলো তদারকির অভাবে নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সরেজমিন মহিলা কলেজ রোড গিয়ে দেখা যায়, শ্রমিকরা খননের কাজ শুরু করেছে। কিন্তু নিয়ম হল বোল্ড ডোজার বা ক্যারেং ব্যাবহার করা। কিন্তু নিয়মমাপিক কাজ হচ্ছে না। সেখানে দেখাশুনা করার জন্য কোন ঠিকাদারকে পাওয়া যায়নি। শ্রমিকরা তাদের ইচ্ছামাপিক কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফোর ম্যান জানান, মেশিনের মাধ্যমে এসব কাজ করার কথা থাকলেও খরচ বেশি হবে বলে হাত দিয়ে করা হচ্ছে। এব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাশ জানান, ১২শ ৩৫ মিটার এ সড়কের কাজ যার দরপত্র প্রায় ১ কোটি টাকা। নিয়মমাপিক কাজ না করা হলে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর