,

খোয়াই বেরী বাঁধ সেতু রক্ষা ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে জনসভা

সংবাদদাতা ॥ খোয়াই বেরী বাঁধ ও সেতু রক্ষা দাবীতে এবং ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে হবিগঞ্জ সদর উপজেলার ২৫ গ্রামবাসীর এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মশাজান খোয়াই ব্রীজ সংলগ্ন স্থানে উক্ত সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এর সভাপতিত্বে ও পইল ইউপি সদস্য মোঃ দুদু মিয়ার সঞ্চালনায় সভাপতি সৈয়দ আহমুদল হক বলেন, নিয়ম বহির্ভূত অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন এটি অন্যায়। ফলে বিভিন্ন স্থানে বেরী বাঁধ ধ্বসে নদীতে তলিয়ে যাচ্ছে। তাছাড়া হুমখির মুখে পড়েছে মাছুলিয়া এলাকায় নদীর উপর নির্মিত খোয়াই সেতু। ফলে আতংকিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তিনি বলেন, জনস্বার্থে নদীর বাঁধ রক্ষায় অচিরেই প্রশাসন অবৈধ ড্রেজার বন্ধ করতে হবে। সভায় বক্তৃতা করেন, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, মোঃ আম্বর আলী, মোঃ মানিক মিয়া, সাবেক মেম্বার মোঃ আব্দুস শহীদ, মোঃ আবুল কালাম, সিরাজ চৌধুরী, এড. শামছু মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ আল আমিন ও মোঃ আতাব উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, তীরবর্তী এলাকার লোকজনের জানমাল ও সম্পদ রক্ষায় ড্রেজারে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের কমসূচী গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর