,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে মহিলাসহ তিন দালাল আটক

ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে ফার্মেসির দালালদের উপদ্রব মারাতœক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিদিনই গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল রোগী ও তার স্বজনরা নিস্ব হয়ে বাড়ি ফিরছে। বিষয়টি পুলিশ প্রশানের নজরে আসলে অভিযান চালায় এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় মহিলাসহ ৩ দালালকে আটক করে। এ সময় দালাল চক্রের গড ফাদার সেলিম মিয়া পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মর্জিনা বেগম তাদেরকে অর্থদন্ড প্রদান করেন। আটককৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মরম আলীর ছেলে শাহিন মিয়া (৩৩), আটঘরিয়া গ্রামের মৃত ছোয়াব আলীর স্ত্রী লিজা আক্তার ওরফে সিতারা বেগম (৪২), বানিয়াচং উপজেলার কান্দিপাড়া কবিরপুর গ্রামের প্রসন্ন দাশের ছেলে অসিদ দাশ (৩৩)। গতকাল শনিবার দুপরে তাদেরকে আটক করা হয়। বিকেলের দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলে ৫ শত টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, হাসাপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দালালদের তালিকা এসেছে। তালিকা অনুযায়ীয় এ অভিযান নিয়মিত চলবে।


     এই বিভাগের আরো খবর