,

কসবা গ্রামের নঈম উদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৫ জুলাই দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় নবীগঞ্জের কসবা গ্রামের নঈম উদ্দিন ও তা সহযোগিদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ও ৬ জুলাই দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সত্য নয়। সম্পূর্ণ আক্রোশমূলক। আমার বক্তব্য হচ্ছে, আমাদের কসবা গ্রামের দু’পক্ষের বিরোধ দেশবাসী সবার জানা। গ্রামের বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষেই মামলা আছে। আমি একটা পক্ষে থাকায় হয়তো আমাকে বিভিন্ন মামলায় আসামী করা হয়েছে। অথচ আমি কোন সংঘর্ষের সময়ই কসবা গ্রামে ছিলাম না। এর অর্থ এই নয় যে আমি সন্ত্রাসী বা নির্যাতনকারী। এলাকায় এটা প্রমাণ হবে না। সমাজে আমার একটা অবস্থান রয়েছে। আমি ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, তাছাড়া বিগত ১৯৯৮ থেকে ২০০২ইং সাল পর্যন্ত আমি নির্বাচিত ইউপি সদস্য ছিলাম। ২০০২ইং সালে চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হই। তাছাড়া বর্তমানে আমি কসবা ইসলামিয়া আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি। তাই আমার দ্বারা সমাজে কোন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা বা মানুষকে নির্যাতন করা হাস্যকর। কে আমার বিরুদ্ধে এসব রটাচ্ছে এটা আমার জানার বাইরে নয়। সমাজে আমার ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে একটি কু-চক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার রটাচ্ছে। আমি এসব মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মোঃ নঈম উদ্দিন
গ্রাম কসবা, দীঘলবাক ইউপি নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর