,

দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক’র পরলোক গমন

মোঃ সুমন আলী খান ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী পরলোক গমন করেছেন। গত শনিবার রাত ১২টায় কলকাতার পি.জি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বৎসর। গৌরাপদ গোস্বামী ১৯৬১ সালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শতক গ্রামে অবস্থিত ঠাকুর বাণী আশ্রমের তত্বাবধায়ক ও ঠাকুর বাণীর দ্বাদশ বংশদর ছিলেন। শিক্ষা জীবনে ভারতের বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া শেষে ১৯৮৯ সালে দিনারপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তিতে তিনি উক্ত বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি ২০১৭ সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ লাভ করেন। তাঁর মৃত্যুতে দিনারপুর উচ্চ বিদ্যালয়সহ এলাকায় নেমে এসছে শোকের ছাঁয়া। অপর একটি সুত্রে জানা যায়, বিদ্যালয়ের পরিক্ষা স্থগিত করে ২ দিনের শোক ঘোষনা করা হয়েছে। এছাড়াও তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর