,

“নবীগঞ্জে চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন মামলার বাদী জোনাকি সুলতানাকে হত্যার চেষ্টা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গতকাল রোববার ৮ই জুলাই দৈনিক বিবিয়ানার পত্রিকার প্রথম পৃষ্টায় “নবীগঞ্জে চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন মামলার বাদী জোনাকি সুলতানাকে হত্যার চেষ্টা” শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যাহা লিখা হয়েছে তাহা সত্য নয়, এর কারণ হচ্ছে, আমি সেলিম আহমেদ জোনাকির আপন বড় ভাই, আমি কি বলব, তাহা আমার লজ্জা হচ্ছে, আমার বোন ভাইদের অত্যাচারে আমাদের পরিবারের লোকজন এমনকি আমাদের আপন মামাসহ প্রায় সবাই অতিষ্ট। তাই আমি ওই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানীকর, কাল্পনিক সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে- আমি দীর্ঘদিন যাবত দেশের বাহিরে (কুয়েত) দেশে অবস্থান করে আসছি। দেশে এসেছি প্রায় দুই সপ্তাহ হয়। আসার পর আমার ভাই ইকবাল, বোন লিপি ও জোনাকি সুলতানা মিলে আমাকে তারা বড় অংকের টাকা দাবি করে। তাদের কথায় আমি অপারগতা প্রকাশ করায় তারা আমাকে ও আমার স্ত্রীকে গত শনিবার বিকেলে বেধড়কভাবে পিঠিয়ে গুরুতর আহত করে। এতে আমি ও আমার স্ত্রী গুরুতর আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর নবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। ওই সংবাদটি বিভিন্ন পত্রিকায় ফলাও করে প্রকাশ হয়েছে। উল্লেখ্য, যে গত বছর ২০১৭ইং সালে শেষের দিকে আমার বোন জোনাকি সুলতানা বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু দমন আদালতে আমার ছোট ভাই শাহিন আহমেদ এর বিরুদ্ধে মামলা করছে। সে প্রায় ১৫ বছর যাবত কুয়েত বসবাস করছে এবং বর্তমানেও কুয়েত রয়েছে এবং আমার আপন মামা গোলাম জিলানী ফরিদ প্রায় ৩৩ বছর যাবত কুয়েত বসবাস করছেন এবং বর্তমানে তিনি কুয়েতে রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আপন ভাই ও আপন মামার বিরুদ্ধে যে ব্যক্তি সম্পূর্ন মিথ্যা ও অন্যায়ভাবে কাল্পনিক নাটক সাজিয়ে নারী ও শিশু দমন আদালতে মামলা দায়ের করতে পারে ওই ব্যক্তি কোন ধরণের হতে পারে সেটা সমাজের লোকজন বা আত্মীয় স্বজনের এবং প্রশাসনের ধারনা রয়েছে। আমার স্ত্রী ও আমাকে মারপিঠ করে ওই মামলা থেকে বাঁচতে তারা ফঁন্দি করে আমাকে ও আমার স্ত্রীকে ফাঁসাতে বুদ্ধি খুঁজতে থাকে। তাই নিজেই কোন কিছু আবিস্কার করে উল্টো আমাকে ও আমার পরিবারকে হয়রানি করতে পারে। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।
প্রতিবাদকারী
সেলিম আহমেদ
পিতা- রুনু মিয়া, গ্রাম-এনাতাবাদ
৬নং কুর্শি ইউনিয়ন
উপজেলা- নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর