,

সমাজ সংস্কারে ভূমিকা রাখবে এমন চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

সময় ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র নির্মাতাদের দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরে উন্নত ধারার চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চলচ্চিত্র সমাজের প্রতিচ্ছবি। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমানের করতে সব ধরনের সহযোগিতা করবেন সরকার। চলচ্চিত্র শিল্প উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। সমাজ সংস্কারে ভূমিকা রাখবে, এমন চলচ্চিত্র নির্মাণের আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতউল্লাহ এমপি, তথ্য সচিব আবদুল মালেক, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী, কলা-কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান করা হয়। এবার চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এবং চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা যুগ্মভাবে আজীবন সম্মাননা পুরকার লাভ করেন। পরে নিজস্ব অনুভূতিও ব্যক্ত করেন ফারুক এবং ববিতা।


     এই বিভাগের আরো খবর