,

অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

সময় ডেস্ক ॥ আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু অক্টোবরে ফাঁকা সময় থাকায় ওই সময়েই তাদের নিয়ে সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ আয়োজনে জিম্বাবুয়েকে রাজি করিয়েছে বিসিবি। দুই দেশের বোর্ডই এ নিয়ে আলোচনা সম্পন্ন করেছে। শুধু আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ বাকি। সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দু’দল। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘দুই বোর্ডের মাঝে সূচি নির্ধারণ নিয়ে কথা হচ্ছে। আর তারা প্রাথমিকভাবে তাতে রাজি হয়েছে।’ অক্টোবরে হওয়ার কথা ছিল বিপিএল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন থাকায় তা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। আর সেই সময়টাতেই জিম্বাবুয়েকে আনার পরিকল্পনা ছিল বিসিবির। তবে অক্টোবরের মাঝ সময় পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে থাকার কথা জিম্বাবুয়ের। ওই সফরে তাদের তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার সূচি আগে থেকেই নির্ধারিত হয়ে রয়েছে। আর ওই সফরের পরে বিসিবি সিরিজ আয়োজনের পক্ষে। এরপর পূর্ণাঙ্গ সিরিজের জন্যে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ।


     এই বিভাগের আরো খবর