,

চুনারুঘাটে এলজি এসপির উপ-পরিচালকের আহম্মদাবাদ ইউনিয়ন ও প্রকল্প পরিদর্শন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে এলজি এসপির প্রকল্প পরিদর্শন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গ্রাম আদালত সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এলজি এসপির উপ প্রকল্প পরিচালক মোঃ গোলাম কবির। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে এসে বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এলজি এসপি হবিগঞ্জের ডি এফ মাহবুবুর রহমান, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি সদস্য মোঃ দুলাল ভূইঁয়া, হাজ্বী আব্দুর রউফ, মোঃ ফরিদ মিয়া, চন্দ্র তাঁতী, গুল বাহার বেগম, শাফিয়া আক্তার, ইউপি সচিব মাসুদ আহমেদ, ইউনিয়নের উদোক্তা কণিকা গোয়ালা ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ শাহীন মিয়া। পরে এলজি এসপি থ্রি প্রজেক্ট পর্যালোচনার মাধ্যমে স্বচ্ছতা ও জাবাবদিহিতা মনোভাব নিয়ে কাজ করায় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের প্রতি সন্তুষ প্রকাশ করে বলেন, আগামীতে এলজি এসপির যে কাজগুলো পাবেন সেগুলোও যাতে সঠিক ভাবে বাস্তবায়িত হয় সেদিকে সকলকে মনোযোগী হতে হবে। উল্লেখ্য, বিগত দিনে এলজি এসপি থ্রির মাধ্যমে বিভিন্ন রাস্তা ড্রেন নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাা, শিক্ষা সহায়তা প্রদান, নারীদের জীবন মান উন্নয়নে সেলাই মেশিন প্রদান, শিশু ও মা দের পুষ্টি গত সহায়তা প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করছে।


     এই বিভাগের আরো খবর