,

বাহুবলের মিরপুর বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় গাউসিয়া বেকারিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি এবং পুড়া তেল ব্যবহার করায় বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মিষ্টির পেকেটের ভেতরে অতিরিক্ত কাগজ ঢুকিয়ে ওজনে কারচুপি করায় বিসমিল্লাহ সুইটসকে ২ হাজার টাকা এবং পঁচা ফল বিক্রির দায়ে আজমল আলী ও আব্দুল বারীর ফলের দোকানকে ১ হাজার ও ৫শ টাকা জরিমান করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং এসআই অমিতের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর