,

নবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা
ডাঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ‘ সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, আরএমও ইফতেখার হোসেন চৌধুরী।  উল্লেখ্য যে, আগামী ১৪ই জুলাই রোজ শনিবার উপজেলার ৩১৩ টি কেন্দ্র জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। এতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে- ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন পর্যন্ত ৭ হাজার ৪৩ জন শিশু, ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন পর্যন্ত ৫০ হাজার ৮ জন। এছাড়া প্রতিবন্ধি শিশু ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন ২শ ২৫ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন পর্যন্ত ২শ ১২ জন শিশু।


     এই বিভাগের আরো খবর