,

মোদের দাবী মানতে হবে

বেলাল মনজু

‘আমরা লেখি আমরা বলি আমরা তুলি সংসদে
‘মোদের দাবী মানতে হবে’ দাবীর পুরা অংশ দে।
কোটার দাবী ভাঙার দাবী চলছে দাবী সংগ্রামে
শহরজুড়ে দাবীর দাবী দাবীর দেখি ঢং গ্রামে।
এদিক থেকে ওদিক হলে ভাঙছি গাড়ি রাজপথে
দেখছি না তো ভাঙার ফলে কত্তো লোকে আজ পথে।
পদের দাবী গদির দাবী করছি দাবী জোট করে
বেতন আরো বাড়তে হবে বাড়ছে দাবী হুট করে।
খেলার দাবী মেলার দাবী জানাই দাবী চীৎকারে
এই জনতা দেয় ক্ষমতা’ নেতার নাড়ি ভিতটারে।
বাধ্য হয়ে নেতায় দেখি নিচ্ছে দাবী কানপরে
পরেরবারে ভোটের বেলা মাইগো যদি টানপরে।
পথের ধারে টোকাই-শিশু মরছে ভুখে নিত্য-যে
ওসব কথা হয় না দাবী পায় না কারো চিত্ত-যে।
গরীব মায়ে মরছে ধুকে পায়নি পেটে অন্ন সে
গরীব কবে মানুষ হলো! মানুষ তো না গণ্য সে।
দাবীর চাবি তাদের হাতে যাদের বড় গ্রুপ থাকে
নিঃস্ব মরে পথের ধারে আজব দাবী চুপ থাকে।


     এই বিভাগের আরো খবর