,

গ্রামে বসেই মানুষ শহরের সুবিধা পাবে -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সময় ডেস্ক ॥ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করলে আমরা প্রতিটি গ্রামকে নগর শহরে উন্নীত করে দেবো। গ্রামের মানুষ গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা পাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে, আওয়ামী লীগ লুটপাট আর নিজের ভাগ্য গড়তে আসে না। আমরা আসি আপনাদের ভাগ্য গড়তে। আজকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই, জঙ্গিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনাদের কাছে সাহায্য চাই। প্রতিটি গ্রামকে আমরা নগরে উন্নত করবো, শহরে উন্নত করবো। গতকাল শনিবার বিকেল ৪টায় পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। জনসভায় পাবনাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। এ নৌকায় ভোট দিয়ে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশের
উন্নয়ন হয়, মানুষ ভালো থাকে। এখন আমরা প্রায় ৪০ লক্ষ বয়স্ক মানুষকে ভাতা দিচ্ছি। ১৪ লক্ষ স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলা ভাতা পাচ্ছে। আমরা প্রায় ১০ লক্ষ প্রতিবন্ধীকে ভাতা প্রদানের ব্যবস্থা করে দিয়েছি। ৮০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা করেছি। প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লক্ষ ছাত্র-ছাত্রীর মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। ঘরে বসে চিকিৎসা পাওয়ার ব্যবস্থা এই আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। ভূমিহীনদের খাসজমি দেয়া হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, যেখানে বিদ্যুৎ সরবরাহ লাইন এখনো পৌঁছেনি, সেখানে হোম সোলার সিস্টেম চালু করা হয়েছে। সারা দেশে বর্তমানে ৪৫ লাখ সোলার হোম সিস্টেম আছে। টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি নীতিতে জীবাষ্ম জ্বালানির পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের উপর জোর দেয়া হয়েছে। অর্থাৎ তেল, গ্যাস, বা কয়লার পাশাপাশি পারমাণবিক, সৌর ও বায়ু চালিত বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, গত মে মাসে মহাকাশে আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি। রাজধানীতে মেট্রোরেলের কাজ এগিয়ে চলছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ প্রায় ৫৫ শতাংশ শেষ হয়েছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধির দেশে পরিণত করা। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাশিয়ান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ। শুভেচ্ছা বক্তব্য দেন, আইএইএ’র পরিচালক দোহী হান। স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। উল্লেখ্য, গত বছরের ৩০ শে নভেম্বর ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম চুল্লির কংক্রিট ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


     এই বিভাগের আরো খবর