,

নবীগঞ্জে ঐহিত্যবাহী রথ উৎসব পালিত

বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মিলন মেলা

আলী আরজদ ॥ সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিণ, দুপুরে রথ টান, বিকালে প্রসাদ বিতরণ। সকাল থেকেই সনাতন ধর্ম্বালর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হন। বিকাল সাড়ে ৩.৩১ মিনিটে গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিমবাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দুইপাশের বাসা-বাড়ীর নর-নারীগণ রথ টানার দৃশ্য উপভোগ করেন। পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করে শেষ হয়।

FB_IMG_1531567441352

রথ উযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় রথ উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, সিলেট-হবিগঞ্জ আসনের মহিলা এমপি এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,  সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ ও জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাধারন সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ কাউন্সিলর এটি.এম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর প্রানেশ দেব, জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ খান, রাব্বি চৌধুরী মাক্কু, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সাবেক নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সাংবাদিক ছনি চৌধুরী, রথ উযাপন কমিটির নেতা উত্তম কুমার রায়, উৎপল দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার প্রমূখ। উল্লেখ্য, ১৯৯৭ সালেপাকহানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুটউচুর থটিজ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ বছরই প্রথম অত্যাধুনিক একটিরথ  তৈরী করে গতকাল টেনে উদ্বোধন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর