,

নবীগঞ্জে স্যানিটেশন মাসের উদ্ভোধন

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলায় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪ শুভ উদ্ভোধন করা হয়েছে। ‘স্যানিটেশন মাস পালন করি, সুস্থ-সবল জীবন গড়ি’। এই শ্লোগান কে উপজীব্য করে উপজেলা প্রশাসন, উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্রাক ওয়াস কর্মসূচীর যৌথ উদোগে গতকাল সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সমন্বয়ে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলার গেইট থেকে শুরু করে নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ লুৎফর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়াম্যান মাওলানা আশরাফ আলী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ জে.কে স্কুলের সাবেক প্রধান শিক্ষক এ.এল.এম মাহবুব চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৗশলী মোঃ আব্দুর রেজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেদু নারায়ন রায়, জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, অনুকুল বনিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ব্রাক ওয়াশ কর্মসুচী ম্যানেজার মোঃ মিছবাউল হক। এছাড়া সমাবেশে বিপুল পরিমান জনসাধারনের সমাগমন ঘটে।


     এই বিভাগের আরো খবর