,

হবিগঞ্জে ৫ টাকার কার্টিশ পেপার ৩৫/৪০ টাকা!

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে সরকার কর্তৃক বাজেয়াপ্ত ৫ টাকার কার্টিশ পেপার ৩৫/৪০ টাকা করে ভূয়া স্টাম্প ভেন্ডারা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তারা ঘা ঢাকা দিয়েছে। তবে পুনরায় আবারও তারা কোর্ট প্রাঙ্গণে ব্যাঙ্গের ছাপার মতো গজিয়ে উঠেছে বলে অভিয়োগ পাওয়া গেছে। সম্প্রতি আদালত পাড়ায় কার্টিশ পেপারের সংকট দেখা দেয়। ২০১২ সালের কার্টিশ পেপার মওদুদ করে রাখা এক শ্রেণির স্টাম্প ভেন্ডারা ৩৫-৪০ টাকা করে বিক্রি করছে। কিন্তু বিচার প্রার্থীরা জানে না যে ২০১২ সালে কার্টিশ পেপার সরকার বাজেয়াপ্ত করে দিয়েছে। কিন্তু এসব কার্টিশ পেপারই গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ বিচার প্রার্থীদেও কাছে চড়াও দামে বিক্রি করছে। সম্প্রতি জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে বিজ্ঞ জেলা ও দায়রা জজের নিকট অনুরোধ করা হয় যে, কার্টিশ পেপার ছাড়া তাদের নির্ধারিত ফরমে হাজিরা ও দরখাস্ত দেয়ার জন্য বিচারক তাদের অনুরোধের বিষয়টি আমলে নেন। কিন্তু তারপরও জজ কোর্টেও কয়েকজন স্টাম্প ভেন্ডারা এসব কার্টিশ পেপার বিক্রি করে আইনজীবি ও বিচার প্রার্থীদের সাথে প্রতারণা করে আসছে। গত সোমবার ভ্রাম্যমান আদালত অভিযান চালালে এ খবর তাদের কানে পৌছলে তারা সটকে পড়েন। আবার গতকাল মঙ্গলবার থেকে তারা এসব ব্যবসা শুরু করেছে। সরেজমিনে জজকোর্টে গিয়ে দেখা যায়, অনেক স্টাম্প ভেন্ডারের লাইসেন্স তাদের বাবা এবং ভাইদের নামে। কিন্তু তারা কি করে এসব প্রতারণার ব্যবসা চালাচ্ছে এ নিয়ে আইনজীবি ও সহকারীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর