,

গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্য শাখার সমন্বয়ক অজন্তা দেব রায় ও সাংবাদিক মানবাধিকার কর্মী বিশ্বজিৎ রায় অপু‘র বিয়ে সম্পন্ন

মতিয়ার চৌধুরী, লন্ডন: ব্রিটেন প্রবাসী সুপরিচিত মানবাধিকার কর্মী, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, হিউম্যান ফার্স্ট এর পরিচালক ও গণজাগরণ মঞ্চ, যুক্তরাজ্য শাখার সমন্বয়ক, অজন্তা দেব রায় এবং লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমতের সাংবাদিক ও মানবাধিকার কর্মী  বিশ্বজিৎ রায় অপু পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। তরুণ এই দুই মানবাধিকার কর্মী  গতকাল ১৮জুলাই বুধবার হিন্দু রীতিতে নিজেদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। কমিউনিটির পরিচিত মূখ অজন্তা-অপুর এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বুধবার স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের ‘পাম ট্রি’ রেষ্টুরেন্টে বসেছিলো ভিন্ন ভিন্ন ধর্ম ও বর্ণের  রাজনীতিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও কমিউনিটি এক্টিবিষ্টদের মিলন মেলা। অনুষ্ঠানে কন্যা সম্প্রাদান করেন কিংবদন্তী সাংবাদিক ও প্রবীন কলামিষ্ট  আবদুল গাফ্ফার চৌধুরী। বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয় বর-কণের পক্ষ থেকে। এ সময় অজন্তা-অপু অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ঘুরে ঘুরে প্রতিটি টেবিলে গিয়ে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই সহযোদ্ধার ‘সাত পাকে বাধা’ পড়া উপলক্ষে অজন্তা-অপুর সহকর্মীরা আনন্দ-উচ্ছাসে মেতে ছিলেন বুধবার পুরো সন্ধ্যা।বিয়ে পরবর্তী এক প্রতিক্রিয়ায় অজন্তা বলেন, ‘শুধু ব্যাক্তি জীবন নয়, দৃঢ়তার সাথে সামাজিক ও আদর্শিক লড়াই চালিয়ে যেতেও একান্ত নিজস্ব একজন বন্ধু-সহযোদ্ধার প্রয়োজন হয়, অপু সে রকমই একজন বন্ধু হতে পারে বুঝেই তাঁর সাথে সাত পাকে বাঁধা পড়লাম। এখন প্রয়োজন সবার আশির্বাদ। সবার আশির্বাদ ও বন্ধুদের সহযোগিতা নিয়ে অপুও অজন্তার সাথে আদর্শিক লড়াইয়ে মাটে থাকার ইচ্ছে প্রকাশ করলেন বিয়ে পরবর্তী প্রতিক্রিয়ায়।


     এই বিভাগের আরো খবর