,

চুনারুঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে মুড়ারবন্দ মাজারের ভিতরে অবৈধ চায়ের দোকান দিয়ে দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী মহল

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে মুড়ারবন্দ মাজারের ভিতরে অবৈধ চায়ের দোকান দিয়ে দখলের পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। গতকাল শুক্রবার সরেজমিনে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের হযরত সৈয়দ নসির উদ্দিন সিপাহ সালার মদনী (রঃ) মুড়ারবন্দ ১২০ আউলিয়ার মাজারে গিয়া দেখা যায় যে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সদর ইউনিয়নের মৃত মঞ্জব উল্লার পুত্র আনজব আলী, আমেনা খাতুন ওরফে আবু, রুজু মিয়া, হামিদা খাতুন, রজব আলী গংরা মুড়ারবন্দ দরবার শরীফের ভিতরে মাজার কর্তৃপক্ষের বাধা নিষেধ দেওয়া স্বত্ত্বেও মাজারের ভিতরে কয়েকটি চা স্টল বসিয়ে মাজারের ভূমি দখলের পায়তারা চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। এতে করে মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে। দূর দূরান্ত আগত ভক্তবৃন্দ, আশেকান, জাকেরানরা উক্ত অবৈধ চা স্টলের কারণে মাজার জিয়ারত ও দোয়া মোনাজাতে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। যে কারণে দূর দূরান্ত থেকে আগত লোকরা মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি উক্ত চায়ের দোকান থেকে বিক্রি করে ব্যবসা চালিয়ে আসছে প্রভাবশালী মহল। এ নিয়ে মুড়ারবন্দ দরবার শরীফের ৫/৬ খাদেম আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দিয়েও বন্ধ হচ্ছে না অবৈধ চায়ের স্টলগুলি। চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান অবৈধ চা স্টলগুলি ভেঙ্গে দেওয়ার পরও প্রভাবশালী মহলটি চা স্টল দিয়ে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন রক্তয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর