,

লাখাইয়ে স্বামীর পরকীয়ার জের ধরে বিষপানে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে স্বামীর পরকিয়া সহ্য করতে না পেরে হাবিবা আক্তার (৩২) নামে ৩ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকালে ইঁদুর নিধনের ওষুধ খেয়ে সে আত্মহত্যা করে। সে উপজেলার বামৈ পশ্চিম গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১৩ বছর পূর্বে উপজেলার জিরুন্ডা গ্রামের ছোরাব মিয়ার মেয়ে হাবিবার সাথে বিয়ে হয় আলমগীর হোসেনের। এরপর থেকে তাদের সংসার ভালই চলছিল। তাদের ঘরে তিনজন সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি আলমগীর হোসেন জেলি নামে অন্য এক নারীর প্রেমে পরকিয়ায় জড়িয়ে পড়ে। প্রায়ই মধ্য রাতের আগে আলমগীর বাসায় ফেরত না। এ নিয়ে আলমগীর ও হাবিবার মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। এরই জের ধরে গতকাল রবিবার বেলা ১২টার দিকে হাবিবা ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবা ঘরে থাকা ইঁদুর নিধনের ওষুধ ‘বুলেট’ সেবন করেন। বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই জহির আহমেদ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। পরে ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে হাবিবার পিতা ছোরাব মিয়া মেম্বার বলেন আমার মেয়ে অনেকবার আমার কাছে আলমগীরের পরকীয়ার অভিযোগ করেছে। পরকীয়ার কারণে আলমগীর প্রায়ই হাবীবাকে মারধর করত। এ নিয়ে আমি আলমগীরের সাথে কথাও বলেছি। কিন্তু সে আমার কথায় কর্নপাত করেনি। এ ব্যাপারে তিনি মামলা দায়ের করবেন বলেও জানান।


     এই বিভাগের আরো খবর